লেখক: শাইখ মাকসূদুল হাসান আল-মাদানী
প্রকাশনায়: ওয়াহীদিয়া ইসলামিয়া লাইব্রেরী
বিষয়: জীন ও শয়তান জগৎ
পৃষ্ঠা সংখ্যা: 80, ধরণ: পেপার ব্যাক
অনুবাদ: শাইখ আব্দুল হামিদ ফাইযী
শয়তান পৃথিবীর সূচনা থেকেই মানুষের চিরশত্রু বড় প্ররােচক। সে এমন এক প্ররােচক যার প্ররােচনা থেকে মুক্তি পাওয়া বড়ই কঠিন ও দুষ্কর। কারণ সে অদৃশ্য থেকে নানা অপকর্মের দিকে প্ররােচিত করে থাকে। তার কাছে কোন প্রকার অনুনয়-বিনয় কাজে আসে না। এমনকি সব অর্থ-সম্পদ দিয়েও তার অনিষ্ট থেকে রেহাই পাওয়া যায় না। তাই তার সম্পর্কে স্বয়ং আল্লাহ ও তাঁর রাসূল মানবমন্ডলীকে বহু বার সতর্ক করেছেন এবং তার সকল ষড়যন্ত্র থেকে দূরে থাকতে বলেছেন।
তার কুমন্ত্রণা ও প্ররােচনা শুরু হয়েছিল আদম ও হাওয়া আলাইহিমাস সালামকে জান্নাত থেকে বের করার মাধ্যমে যা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত।
সে নানা উপায় ও উপকরণের মাধ্যমে মানুষকে। প্ররােচনা দিয়ে থাকে। তন্মধ্যে অন্যতম হচ্ছেমানুষের মাঝে উস্কানি, উত্তেজন ও উৎসেচন দিয়ে বিভেদ সৃষ্টি করে মারামারি, খুনােখুনি ও যুদ্ধ লাগিয়ে দেওয়া, স্বামী-স্ত্রীর মাঝে দূরত্ব সৃষ্টি করা, দুভাইয়ের মাঝে ভ্রাতৃত্ব নষ্ট করা ইত্যাদি। মদ, জুয়া, গান, বাজনা ও নারী প্রভৃতির মাধ্যমে অশ্লীলতা ও ফিতনা সৃষ্টি করে, মানুষকে পথভ্রষ্ট করা। দ্বীন ও তাওহীদী পথ থেকে বিচ্যুত করে, পাপের সকল পথ ও বাতিলকে সুশােভিত করে প্রদর্শন করা। যাতে তারা জান্নাত থেকে বাধাগ্রস্ত হয়ে জাহান্নামে যায়।
তাই আমাদেরকে সর্বদা তার প্ররােচনা থেকে সতর্ক হয়ে আল্লাহর নিকট বেশি বেশি আশ্রয় চাইতে হবে। আর মায়ূদের কাছে আমাদের। প্রার্থনা, তিনি যেন আমাদেরকে প্ররােচকের।
সকল প্ররােচনা থেকে হেফাযত করে সঠিক পথে অটল রাখেন। আমিন।
Reviews
There are no reviews yet.